Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ১ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:০৫
শাবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শাবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বিকালে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ায় নতুন করে সংঘর্ষ  এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

 বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ইশফাকুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।  

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ও ছাত্র হলের প্রভোস্ট এস এম হাসান জাকিরুল ইসলাম জানান,  বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মধ্যে আবাসিক ছাত্র হলগুলো এবং আগামীকাল শুক্রবার দুপুর ১২টার মধ্যে ছাত্রী হলগুলো খালি করার নির্দেশ দেয়া হয়েছে। তবে বিশেষ প্রয়োজনে প্রভোস্টের সাথে আলোচনা সাপেক্ষে শিক্ষার্থীরা হলে থাকতে পারবেন বলে জানান তিনি।  

উল্লেখ্য, ফুটবল খেলার কমিটিকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মধ্যে সংষর্ষে গত দুই দিনে কমপক্ষে পাঁচ জন আহত হয়েছে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

 

বিডি-প্রতিদিন/০১ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow