Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৪৬
আপডেট :
তিন মাসের মধ্যে
আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান সরানোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান সরানোর নির্দেশ

চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও আবাসিক এলাকার ‘এ’ ব্লকে আবাসিক ভবনের নকশা অনুমোদন নিয়ে গড়ে তোলা শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সরাতে তিন মাস সময় বেঁধে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বৃহস্পতিবার দুপুরে সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ নির্দেশ দেন। এসময় ৩৫ হাজার টাকা জরিমানাসহ ২৪টি প্রতিষ্ঠানকে কার্যক্রম গুটিয়ে নিতেও সময় বেঁধে দেন।

অভিযানে অংশ নেন সিডিএর ইমারত নির্মাণ কমিটির প্রধান শাহিনুল ইসলাম খান, অথরাইজড অফিসার মনজুর মোরশেদ, সহকারী অথরাইজড অফিসার তানজীব হোসেন ও আনোয়ার হোসেন প্রমুখ।

আবাসিক ভবনের নকশা অনুমোদন নিয়ে বাণিজ্যিক ভিত্তিতে গড়ে তোলা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে আলফা ল্যাব, নিউ বনিক হাসপাতাল, দারুল ইরফান হিফজুল কোরআন মাদ্রাসা, দারুল ইরফান একাডেমি, চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুল, চিটাগাং ব্লুমিং বার্ড স্কুল, সিটি মডেল স্কুল অ্যান্ড কলেজ, প্রগ্রেস স্কুল অ্যান্ড কলেজ, নীলিমা ছাত্রীনিবাস, ব্র্যাক অফিস, প্রশিকা অফিস, ফিজিওথেরাপি সেন্টার, বেশ কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর, সেলুন ও ফার্মেসি।

সিডিএর অথরাইজড অফিসার মনজুর মোরশেদ বলেন, চান্দগাঁও আবাসিকের এ ব্লকে গড়ে উঠা শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে আগামী তিন মাসের মধ্যে সরানোর জন্য বলা হয়েছে। এরপর চউক কঠোর ব্যবস্থা নেবে। আবাসিক ভবনের নকশা অনুমোদন নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলার হিড়িক পড়েছে। ফলে তীব্র যানজট যেমন সৃষ্টি হচ্ছে তেমনি আবাসিক এলাকার বাসিন্দাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই চউক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

বিডি-প্রতিদিন/ ০৮ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow