Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৫১
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৫৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত মেয়ের শ্লীলতাহানি
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত মেয়ের শ্লীলতাহানি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত এক মেয়ের শ্লীলতাহানির অভিযোগে তিন নির্মাণ শ্রমিককে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এলাকায় এ ঘটনা ঘটে।

বখাটে তিন নির্মাণ শ্রমিক হলেন- জাহাঙ্গীর আলম, শারাফত আলী ও জহিরুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী ঢাবির এক বন্ধুর সঙ্গে কলা ভবনে প্রবেশ করে। আড্ডা শেষে বের হওয়ার সময় কয়েকজন নির্মাণ শ্রমিক মেয়েটি প্রক্টর স্যার ডাকছে বলে জানান। পর ভুক্তভোগীকে আড়ালে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এক পর্যায়ে ওখান থেকে ছুটে এসে ভুক্তভোগী তার বন্ধুকে বললে সে প্রক্টরকে বিষয়টি অবহিত করে।

পরে ওই অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরা দেখে অভিযুক্ত তিনজনকে শনাক্ত করা হয় এবং থানায় সোপর্দ করা হয়। তবে মূল হোতা পালিয়ে গেছে বলে জানা যায়।

বিডি প্রতিদিন/ ০৮ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow