Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০১৬ ১২:০২
আপডেট :
সিঙ্গাপুরে নেয়া হচ্ছে হান্নান শাহকে
অনলাইন ডেস্ক
সিঙ্গাপুরে নেয়া হচ্ছে হান্নান শাহকে

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহকে নেয়া হচ্ছে সিঙ্গাপুরে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে আজকেই তাকে সিঙ্গাপুরে নেয়া হতে পারে বলে জানিয়েছেন তার বড় ছেলে শাহ রিয়াজুল হান্নান।

তিনি জানান, সিএমইচের চিকিৎসকরা বোর্ড মিটিং করে বলেছেন, তার বাবার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। হার্ট ভালোভাবে কাজ করছে না। এ জন্য তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত হয়।

এর আগে মঙ্গলবার গুরুতর অসুস্থ হান্নান শাহকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে আইসিউতে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।

পরে বৃহস্পতিবার অবস্থার কিছুটা উন্নতি হলে তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। শুক্রবার অবস্থার আবারো অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

বিডি প্রতিদিন/ ১১ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow