Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:২৯
ব্রজমোহন কলেজে ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ব্রজমোহন কলেজে ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক আজ সোমবার দুপুরে বিএম কলেজের জীবনানন্দ দাশ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করেন।  

নগরীর ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র আহসান হাবিব কামাল, জেলা পরিষদ প্রশাসক খান আলতাফ হোসেন ভুলু, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর স ম ইমানুল হাকিম এবং জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।  

২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস.এম জাকির হোসেনের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসনের কর্মকর্তা, বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা এবং ব্রজমোহন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

 

বিডি-প্রতিদিন/ ১২ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow