Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৪৬
সিলেটে বাস খাদে, নিহত ২
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে বাস খাদে, নিহত ২

সিলেটের গোলাপগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে  দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সিলেট-বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে জানায় পুলিশ।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।  

নিহত শুভা (১১) ও তাম্মি (৬) গোলাপগঞ্জের গোয়াসপুর গ্রামের কয়েছ মিয়ার মেয়ে।  

গোলাপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মীর মো. আবু নাসের জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট থেকে বড়লেখাগামী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এসময় অন্তত ১৫ জন আহত হন। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

 

বিডি প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৬/তাফসীর/ফারজানা

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow