Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০১৬ ১১:৫৪
সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন মাহ্ফুজ আনাম
অনলাইন ডেস্ক
সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন মাহ্ফুজ আনাম

যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ইস্ট ওয়েস্ট সেন্টার কর্তৃক সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননায় ভূষিত হয়েছেন ডেইলি স্টার  সম্পাদক মাহ্ফুজ আনাম। আরও পাঁচ সাংবাদিককে এ সম্মাননা দেওয়া হয়েছে।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৯ সেপ্টেম্বর ‘সাউথ এশিয়া লুকিং ইস্ট’ শীর্ষক এক সম্মেলনে মাহ্ফুজ আনাম ও অন্য সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা দেওয়া হয়।

সম্মেলনে পুরস্কার গ্রহণকালে মাহ্ফুজ আনাম তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার অভিজ্ঞতা হয়েছে যে নিরপেক্ষ গণমাধ্যম ও একটি শক্তিশালী সরকারের মধ্যে যেকোনো লড়াইয়ের শুরুতে সরকার জয়ী হয়। সরকার জয়ী হয় এ কারণে যে তার সঙ্গে থাকে রাষ্ট্রের সব দমনমূলক শক্তি। তবে সুখবর হলো মুক্ত গণমাধ্যমই শেষমেশ জয় লাভ করে। আর এটা হয় এর কারণে যে মুক্তির জন্য মানুষের অবিচ্ছেদ্য অধিকারই গণমাধ্যমের শক্তি। ’

পুরস্কারপ্রাপ্ত অন্য পাঁচ সাংবাদিক হলেন রোওয়াইদা আরহিমা ফোলোসো ম্যাকারামবন (ফিলিপাইন), স্টেলা পল (ভারত), জাফর ইকবাল শেখ (ভারত), হাবিব খান তোতাখিল (আফগানিস্তান) ও লাসান্থা বিক্রমাতুঙ্গে (শ্রীলঙ্কা)। লাসান্থা মরণোত্তর পুরস্কার পান। ২০০৯ সালে কলম্বোয় গুলিতে প্রাণ হারান তিনি।

বিডি-প্রতিদিন/ ২০ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow