২৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:০৪

'দেশে আইএসের কোনো তৎপরতা নেই'

অনলাইন ডেস্ক

'দেশে আইএসের কোনো তৎপরতা নেই'

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কোনো সাংগঠনিক তৎপরতা বাংলাদেশে নেই। আইএসের নামে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, তা ষড়যন্ত্র এবং অপপ্রচার।

রবিবার রাজধানীর উত্তরায় পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিদের সব ধরনের তৎপরতা রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। আর খুব শিগগির ই-পাসপোর্ট সেবা চালু করা হবে বলে জানান মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজওয়ান।

বিডি-প্রতিদিন/ ২৫ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর