২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৪৭

হোটেল মালিকের ধারালো অস্ত্রের আঘাতে আহত শিশু কর্মচারী

নিজস্ব প্রতিবেদক, খুলনা

হোটেল মালিকের ধারালো অস্ত্রের আঘাতে আহত শিশু কর্মচারী

খুলনায় মহানগরীর জোড়াকল বাজার এলাকায় জামাল হোসেন নামের এক হোটেল মালিক তার হোটেলের শিশু কর্মচারী বাকপ্রতিবন্ধী আবিরের (১১) পা ধারালো অস্ত্র দিয়ে চিড়ে দিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসকরা তার বাম পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত চিড়ে ফেলা অংশে ১৪টি সেলাই দিয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা হাসপাতালের সামনে হোটেল মালিক জামাল হোসেনকে আটকে মারধর করে পুলিশে দিয়েছে। তবে শিশুটির বাবা রিক্সাচালক কামাল হোসেন কোন অভিযোগ না করায় পুলিশ ওই হোটেল মালিককে ছেড়ে দিয়েছে। 

শিশুটির মা আম্বিয়া বেগম জানান, সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে হাসপাতালে তারা এই ঘটনা জানতে পারেন। ক্ষতস্থানে যে গামছা বেঁধে তাকে হাসপাতালে আনা হয়েছে তা রক্তে ভিজে গেছে। তিনি বলেন, অভাবের কারণে শিশু সন্তান আবিরকে ওই হোটেলে কাজ করতে দেয়া হয়। সেখানে ৪/৫ মাস ধরে কাজ করছিল আবির। 

খুলনা থানার ওসি মো. সফিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আহত শিশুটির বাবা-মা কোন অভিযোগ না করায় হোটেল মালিককে ছেড়ে দেয়া হয়েছে। 

 

বিডি-প্রতিদিন/ ২৬ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর