২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১২:১৬

শাহজালালে ২৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

অনলাইন ডেস্ক

শাহজালালে ২৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২৮ লাখ টাকার আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আজ ভোরে বিমানবন্দরের ৩ নম্বর বেল্টে পরিত্যাক্ত অবস্থায় এসব সিগারেট জব্দ করা হয়েছে।

বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এক কর্মকর্তা সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে দোহা থেকে কাতার এয়ারলাইন্সে (কিউআর ৬৩৪) মো. লিয়াকত আলী নামে এক যাত্রী বিমানবন্দরে অবতরণ করেন। এরপর গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে কাস্টমস হলের ৩ নম্বর বেল্টে লাগেজ রেখে পালিয়ে যায় ঐ যাত্রী। পরে তার লাগেজ থেকে ২০০ শলাকার ২৫১ কার্টন সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেটের শুল্কসহ মূল্য প্রায় ২৮ লাখ টাকা। 


বিডি প্রতিদিন/২৮ সেপ্টেম্বর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর