২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:২৫

টঙ্গীতে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে দেড়লাখ টাকা লুট

আফজাল হোসেন, টঙ্গী

টঙ্গীতে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে দেড়লাখ টাকা লুট

গাজীপুর মহানগরীরর তারগাছ এলাকায় গতকাল দুপুরে ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে দেড় লাখ টাকালুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, টঙ্গীর খরতৈল ব্যাংকপাড়া এলাকার মুদিব্যবসায়ী জয়নাল আবেদীন গতকাল বেলা   বার’টার সময় বোর্ডবাজার ইসলামী ব্যাংক থেকে নগদ এক লাখ টাকা উত্তোলন করে ঢাকাগামী অনাবিল পরিবহন বাসে করে টঙ্গীর উদ্যোশে রওনা হন। বাসটি তারগাছ এলাকায় পৌছলে কালোএকটি মাইক্রোবাসযোগে একদল দূর্বৃত্ত ডিবি পুলিশের ইউনিফর্ম ও অস্ত্র হাতে নিয়ে পরিবহন বাসটির গতিরোধ করে মুদি ব্যবসায়ী জয়নাল আবেদীন একজন জিএমবিসদস্য এমন অভিযোগের ভিত্তিতে তাকে গাড়ি থেকে নামিয়ে চোখ বেধে ফেলেন। পরে তার সঙ্গে থাকা নগদ ১লাখ ১৫’শ টাকা এবং দামি মোবাইল সহ দেড়লাখ টাকা লুটে নিয়ে আশুলিয়া সড়কের তুরাগ ধউর এলাকায় ছেড়ে দেয়।

এ বিষয়ে ব্যবসায়ী জয়নাল আবেদীন এর সাথে যোগাযোগকরলে ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, 'ভাই কিছু বুঝে ওঠার আগেই তারা আমার চোখ বেধে বলে আমি নাকি জেএমবিসদস্য। পরে টাকা মোবাইল নিয়ে ছেড়ে দেয়'। এ ঘটনায় মামলার প্রত্ততি চলছে। 


বিডি-প্রতিদিন/২৮ সেপ্টেম্বর, ২০১৬/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর