Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:০০
আপডেট :
জবিতে 'গঙ্গা থেকে বুড়িগঙ্গা' মঞ্চায়িত
জবি প্রতিনিধি:
জবিতে 'গঙ্গা থেকে বুড়িগঙ্গা' মঞ্চায়িত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের উদ্যোগে যাত্রাপালা ‘গঙ্গা থেকে বুড়িগঙ্গা’ মঞ্চায়িত হয়েছে। বিভাগটির ১ম বর্ষের ২য় সেমিস্টারের শিক্ষার্থীদের প্রযোজনায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এটি মঞ্চায়ন করা হয়। সকাল ১১টা প্রথমবার মঞ্চায়িত হয় ও দুপুর ২টায় ২য় বার মঞ্চায়িত হয়।  

যাত্রাপালাটির রচয়িতা শান্তিরঞ্জন দে, প্রশিক্ষণ ও পরিচালনায় ছিলেন মিলন কান্তি দে এবং তত্ত্বাবধায়নে ছিলেন সহকারী অধ্যাপক কামালউদ্দিন খান।  

যাত্রাপালা মঞ্চায়ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী  অধ্যাপক ড. মো. আব্দুল হালিম প্রামাণিক। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

বিডি-প্রতিদিন/ ২৯ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow