৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:১৩

টাঙ্গাইলে কালিমন্দিরে হামলা, মূর্তি ভাঙচুর

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে কালিমন্দিরে হামলা, মূর্তি ভাঙচুর

টাঙ্গাইলে শত বছরের পুরাতন কালিমন্দিরে হামলা চালিয়ে মূর্তিতে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। টাঙ্গাইল সদর উপজেলার আগবেতৈইর গ্রামের দুর্বৃত্তরা গভীর রাতে কালিমন্দিরের দরজা ভেঙে ভেতরে ঢুকে মূর্তিতে ভাঙচুর চালায় বলে জানা গেছে।

আগবেতৈইর পূর্বপাড়া সার্বজনীন পূজা উৎপাদন কমিটির সভাপতি খুশি মহন বলেন, প্রায় শতবছরের পুরাতন এই মন্দিরে সবসময় পূজা উৎযাপন হতো। আসন্ন  দুর্গাপূজাকে সামনে রেখে পূর্ব প্রস্তুতি চলছিল। কিন্তু গেলো রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরে হামলা করে কালিমূর্তিগুলো ভেঙে রেখে যায়।

শুক্রবার সকালে এলাকাবাসী মন্দিরে এসে দরজা খোলা দেখেন এবং ভেতরে গিয়ে মূর্তি ভাঙা অবস্থায় পরে থাকতে দেখেন।

মন্দিরে ভাঙচুরের বিচার চেয়ে টাঙ্গাইল মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বিডি-প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর