১ অক্টোবর, ২০১৬ ১৯:৪০

বিএসএমএমইউ-তে নতুন ৬ বিভাগ ও ১ অনুষদ হচ্ছে

অনলাইন ডেস্ক

বিএসএমএমইউ-তে নতুন ৬ বিভাগ ও ১ অনুষদ হচ্ছে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আরো ৬টি নতুন বিভাগ ও ১টি অনুষদের অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।

আজ শনিবার সকালে বিশ্ববিদ্যায়ের ডা. মিল্টন হলে অনুষ্ঠিত ৬৩তম সিন্ডিকেট সভায় একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে এ অনুমোদন দেয়া হয়।

নতুন বিভাগগুলো হলো- রেসপিরেটরি মেডিসিন, পেডিয়াট্রিক নিউরোলজি, প্যালিয়েটিভ কেয়ার মেডিসিন, প্যাডিয়াট্রিক কার্ডিওলজি, পেডোডনটিকস ও মেডিসিন এডুকেশন অ্যান্ড বায়ো স্ট্যাটিসটিকস বিভাগ। এছাড়া অত্র বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগগুলো নিয়ে শিশু অনুষদ চালুর অনুমোদন দেয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজী, অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, বিসিপিএস’এর সভাপতি অধ্যাপক ডা. মো. সানাওয়ার হোসেন, বিএমডিসি’র সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, অধ্যাপক কাজী শহীদুল আলম, অধ্যাপক মো. নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া (স্বপন), কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল প্রমুখ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (অর্থ ও হিসাব) মো. ছিদ্দিকুর রহমান ভূঁঞা, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (এইচআরএম) ডা. মো. জামাল উদ্দিন খলিফা প্রমুখ।

বিডি প্রতিদিন/ ০১ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর