Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১ অক্টোবর, ২০১৬ ১৯:৫৫
আপডেট :
'সরকারের পদক্ষেপে বাল্যবিয়ে হ্রাস পেয়েছে'
অনলাইন ডেস্ক
'সরকারের পদক্ষেপে বাল্যবিয়ে হ্রাস পেয়েছে'

বাল্যবিয়ে বন্ধে অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে বাল্যবিয়ে হ্রাস পেয়েছে।

আজ শনিবার রাজধানীর তেজগাঁওস্থ এফডিসিতে জাতীয় কন্যাশিশু দিবস-২০১৬ উপলক্ষে ‘শিশু নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে করণীয়’ শীর্ষক এ সংলাপে শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

চুমকি বলেন, বাল্যবিয়ের মূল কারণ শিক্ষার অভাব ও দারিদ্র্য। এ দু’ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে সামাজিক নিরাপত্তা বেস্টনিসহ নানা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়িত হলে বাল্যবিবাহের হার আরও কমে আসবে বলেও জানান তিনি।

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি। আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ফরিদা ইয়াসমিন, উপ-পুলিশ কমিশনার, উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন, ডিএমপি এবং জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি।

শিশুদের অংশগ্রহণে এই সংলাপ অনুষ্ঠানটিতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

বিডি প্রতিদিন/ ০১ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow