১ অক্টোবর, ২০১৬ ২৩:০৫

'দেশকে এগিয়ে নিতে ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে'

অনলাইন ডেস্ক

'দেশকে এগিয়ে নিতে ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে'

দেশকে এগিয়ে নিতে ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ শনিবার বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত ‘এনহেন্সমেন্ট অব প্রেসিডেন্টশিয়াল ক্যাপাসিটি এন্ড ইনস্টিটিউশনাল লিডারশীপ ডেভেলপমেন্ট’ শীর্ষক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা জানান তিনি।

মোজাম্মেল হক বলেন, ‘সমালোচনা না করে ডিপ্লোমা প্রকৌশলীরা সমস্যা সমাধানে বিকল্প প্রস্তাব উপস্থাপন করে টেকসই সমাধানের পথ দেখাচ্ছে, যা অন্যান্য পেশাজীবীরা করছেন না। সমগ্র জাতির মাঝে তাদের চেতনাবোধ ছড়িয়ে দিতে পারলে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।’
 
কাকরাইলে আইডিইবি ভবনে সংগঠনের সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।

বিডি প্রতিদিন/ ০১ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর