Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ৫ অক্টোবর, ২০১৬ ১৪:৩৬
চট্টগ্রামে দেয়াল ধসে বাবা-ছেলের মৃত্যু
অনলাইন ডেস্ক
চট্টগ্রামে দেয়াল ধসে বাবা-ছেলের মৃত্যু

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন সেন্ট প্ল্যাসিডস স্কুলের একটি পুরোনো দেয়াল ধসে পথচারী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাকসুদুল হক (৪২) ও তার ছেলে তৌসিফ নাহিদ (১০)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

কোতোয়ালি থানার এসআই গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্কুল মাঠের সংস্কারের কাজে এস্কক‌্যাভেটর দিয়ে মাটি তোলা হচ্ছিল। যন্ত্রটির কম্পনে স্কুলের একটি পুরোনো দেয়াল ভেঙে পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া বাবা-ছেলের উপর পড়ে। বেলা ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় বাবা ও ছেলেকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, বাবা-ছেলেকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিডি প্রতিদিন/ ০৫ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow