Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ১ মার্চ, ২০১৭

প্রকাশ : ৯ অক্টোবর, ২০১৬ ১৫:৩৬
আপডেট :
লেকসিটি কনকর্ড শপিং কমপ্লেক্সের উদ্বোধন
অনলাইন ডেস্ক
লেকসিটি কনকর্ড শপিং কমপ্লেক্সের উদ্বোধন

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ঢাকার খিলক্ষেতে অবস্থিত বাংলাদেশের সর্বপ্রথম টাউনশিপ মেগা-স্যাটেলাইট সিটি 'লেকসিটি কনকর্ড'-এর অনন্য সংযোজন 'লেকসিটি কনকর্ড শপিং কমপ্লেক্স'। উদ্বোধন করেন কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল।

খোলামেলা দূষণমুক্ত পরিবেশ, ফুটপাতসহ প্রশস্ত রাস্তা, স্কুল, মসজিদ, শপিং কমপ্লেক্স, কনভেনশন হল, জিমনেসিয়াম ও খেলার মাঠ, নিজস্ব স্থায়ী পানি সরবরাহ ব্যবস্থা, কার পার্কিং, গ্যাস, বিদ্যুৎ সংযোগ ও নাগরিক সকল সুযোগ সুবিধাসহ গড়ে উঠেছে 'লেকসিটি কনকর্ড' আবাসন প্রকল্প। সেই সাথে নতুন করে সংযুক্ত হল মানুষের দৈনন্দিন সকল চাহিদা পূরণে সক্ষম সকল আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ও অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর 'লেকসিটি কনকর্ড শপিং কমপ্লেক্স'।

অত্যাধুনিক লেকসিটি কনকর্ড শপিং কমপ্লেক্স এ থাকছে উন্নত ব্রান্ডের দেশী-বিদেশী ফ্যাশন হাউজ, কসমেটিক ও জুয়েলারি শপ, থাকছে  মেগাসুপার শপ, মোবাইল, কম্পিউটার, ইলেকট্রনিক্স, ক্রোকারিজ সামগ্রী এবং রেস্টুরেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে কনকর্ড গ্রুপের অনান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

 

বিডি-প্রতিদিন/ ০৯ অক্টোবর, ২০১৬/ আফরোজ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow