২১ অক্টোবর, ২০১৬ ১২:০০

আশুলিয়ায় নিহত রহমানই নব্য জেএমবির আমির: র‌্যাব

অনলাইন ডেস্ক

আশুলিয়ায় নিহত রহমানই নব্য জেএমবির আমির: র‌্যাব

ঢাকার আশুলিয়ায় জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানের সময় পাঁচ তলা থেকে পড়ে নিহত আবদুর রহমানই নব্য জেএমবি শীর্ষ নেতা শেখ আবু ইব্রাহিম আল হানিফ বলে দাবি করেছে র‌্যাব।

বাহিনীর মহাপরিচালক বেনজীর আহমেদ শুক্রবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বলেন, ওই আবদুর রহমানই শায়খ আবু ইব্রাহীম আল হানিফ নামে নব‌্য জেএমবি গঠন করে আমিরের দায়িত্ব নেন।

এর প্রমাণ হিসেবে নব‌্য জেএমবি কর্মকাণ্ড শুরুর একটি ঘোষণার অনুলিপি সংবাদ সম্মেলনে দেখানো হয়।

বেনজীর বলেন, ঘোষণায় আবু ইব্রাহীম আল হানিফের সঙ্গে শেখ আবু দুজুনা নামে আরেকজনের সই আছে। সেই আবু দুজুনা হলেন নারায়ণগঞ্জের অভিযানে নিহত তামিম চৌধুরী, যাকে এতোদিন নব‌্য জেএমবির প্রধান সমন্বয়ক বলা হচ্ছিল।

বৃহস্পতিবার রাতে ঢাকার মহাখালী ও মতিঝিল থেকে নাফিজ আহমেদ নয়ন ও হাসিবুল হাসান নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৭ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। তারা দু'জনেই নব‌্য জেএমবির সদস‌্য এবং আবু হানিফের ঘনিষ্ঠ সহযোগী বলে দাবি র‌্যাবের।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর