২২ অক্টোবর, ২০১৬ ১৬:৪৭

যানবাহন সংকটে রাজধানী, দুর্ভোগে যাত্রীরা

অনলাইন ডেস্ক

যানবাহন সংকটে রাজধানী, দুর্ভোগে যাত্রীরা

আওয়ামী লীগের ২০তম সম্মেলনকে ঘিরে রাজধানীতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ডিএমপি'র নতুন ট্রাফিক নির্দেশনা অনুযায়ী বিকল্প সড়ক ব্যবহার করছে যানবাহনগুলো। ফলে রাজধানীর রাস্তায় যানবাহন আজ কম দেখা গেছে। অনেক ব্যস্ত সড়কে আজ যান চলাচল করতে দেখা যায়নি। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।  বাস না পেয়ে অনেকে হেঁটেই চলেছেন গন্তব্যের দিকে।

সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত শাহবাগ, বাংলামটর, কারওয়ানবাজার, নিউমার্কেট, পল্টন, মিরপুর, কল্যাণপুর, গাবতলী, আগারগাঁও, মহাখালী গুলশানসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তায় যানবাহন কম। নির্দেশনা অনুযায়ী কয়েকটি সড়কে কোন বাসের দেখা মেলেনি। এসব এলাকায় কর্মজীবী মানুষকে পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে। দূরের যাত্রীরা সিএনজি চালিত অটোরিক্সা বা ভাড়ায় চালিত প্রাইভেট কারে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।

কলেজছাত্র জুয়েল বলেন, ফার্মগেট থেকে হাঁটতে হাঁটতে বাংলামটর এসেছি। যাচ্ছি শাহবাগ। রাস্তায় বাস খুব কম। যা আছে, ভীড়ের কারণে ওঠা যাচ্ছে না।

তবে ক্লান্তি থাকলেও জুয়েলের মধ্যে বিরক্তি দেখা যায়নি। তিনি বলেন, হাঁটার সুযোগ হয় না। অন্তত হাঁটার একটা সুযোগ হলো।

তবে যানবাহন সংকটে বেশি বিপাকে পড়েছেন বৃদ্ধ ও নারীরা।

এদিকে ডাইভার্সনের কারণে মিরপুর রুটের বাসগুলো কারওয়ানবাজার মোড়ে আসা মাত্র সোনারগাঁও হোটেলের পেছন দিয়ে ঘুরিয়ে দেয়া হচ্ছে। যারা বাংলামটর কিংবা শাহবাগ যাবেন তাদের হাঁটতেই হবে রাস্তায়।

উল্লেখ্য, আজ সকালে বর্ণাঢ্য আয়োজনে দলের ২০তম সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর