শিরোনাম
২৪ অক্টোবর, ২০১৬ ১৩:১৫

দাবি আদায়ে সাভার মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

সাভার প্রতিনিধি

দাবি আদায়ে সাভার মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

বেআইনিভাবে শ্রমিক ছাঁটাই, নির্যাতন ও বন্ধ কারখানা চালুসহ ১১ দফা দাবি আদায়ে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। সোমবার দুপুরে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের ব্যানারে দুই শতাধিক শ্রমিক এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। 

বিক্ষোভ মিছিলটি সাভারের রানা প্লাজার সামনে থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় রানা প্লাজার সামনে গিয়ে শেষ হয়। 

পরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তারা সাময়িক বরখাস্তকৃত ১০৮ জন শ্রমিককে চাকুরিতে পূনর্বহাল, সার্ভিস বেনিফিট, মাতৃত্বকালীন ছুটি, মামলা প্রত্যাহার, কারখানায় নিয়োগ পাওয়া সাত দিনের মধ্যে মজুরি জানানোসহ ১১ দফা দাবি তুলে ধরেন। 

ফেডারেশনের সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন বলেন, শ্রমিকদের দাবি বাস্তবায়নে কারখানা কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমরা। অবিলম্বে এসব দাবি না মানা হলে  আগামী শনিবার কারখানার সামনে অবস্থান ধর্মঘট পালনের কথা জানান তিনি। 


বিডি প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর