শিরোনাম
২৫ অক্টোবর, ২০১৬ ১৮:৫৮

ঢাবির 'ক' ইউনিটের ফল প্রকাশ

অনলাইন ডেস্ক

ঢাবির 'ক' ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ৮৩ হাজার ৫৮২ জন পরীক্ষার্থীর মধ্যে মধ্যে ১১ হাজার ৩৩০ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ১৩. ৫৫ শতাংশ।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।

এর আগে, গত ২১ অক্টোবর বিজ্ঞান ইউনিটের অধীন 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৮৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ক-ইউনিটে ১ হাজার ৭৪৫টি আসনের জন্য মোট ৯০ হাজার ৪২৪ জন ভর্তিচ্ছু ছাত্রছাত্রী আবেদন করেছিল। এর মধ্যে ৮৩ হাজার ৫৮২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষঅ ফলাফল মোবাইল ফোন ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে জানা যাবে। মোবাইল ফল পেতে মেসেজ অপশনে গিয়ে DU স্পেস KA স্পেস Roll নম্বর টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর