২৬ অক্টোবর, ২০১৬ ১৩:১০

বরিশালে বাসা থেকে মাছ ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে বাসা থেকে মাছ ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

বরিশাল নগরীর কাঠপট্টি এলাকায় ৯ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে মাছ ব্যবসায়ী খালিদ মোহাম্মদ টিপুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় কোতয়ালী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। 

নিহত টিপু চট্টগ্রামের কর্নফুলী এলাকার চর লক্ষ্মীপুর এলাকার মো. সোলায়মানের ছেলে। টিপু ও তার ভাই মঞ্জু সাবেক কাউন্সিলর বিএনপি নেতা সৈয়দ জামাল হোসেন নোমানের বাসায় ভাড়া থেকে নগরীর পোর্ট রোড এলাকায় একটি মাছের আড়ত পরিচালনা করে আসছিলেন। 

টিপুর ভাই মঞ্জু জানান, গতকাল রাতে তিনি আড়তে ছিলেন। ভাইকে বেশ কয়েকবার ফোন দিলেও তার মুঠোফোন বন্ধ পান। এরপর আড়ত বন্ধ করে তিনি ভাড়া বাসায় গেলে মূল দরজার বাইরে থেকে হ্যাজবোল্ট আটকানো দেখতে পান। দরজা খুলে ঘরের ভেতরে গিয়ে তিনি বাসার মালামাল এলোমেলো এবং তার ভাইকে একটি চেয়ারে হাত-পা বাঁধা গলায় রশি পেচানো অবস্থায় দেখতে পান। পরে তিনি বাড়ির মালিকসহ স্থানীয়দের বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করে টিপুর লাশ উদ্ধার করেন।

কোতয়ালী মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানান, আলামত দেখে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকান্ড। এর পেছনে আর্থিক লেনদেন, কিংবা তার বাসায় থাকা মোটা অংকের অর্থ লুট অথবা পূর্ব বিরোধ রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ জড়িতদের সনাক্ত করে খুঁজে বের করার কাজ চলছে।


বিডি প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর