২৬ অক্টোবর, ২০১৬ ১৬:৫৩

রাবিতে শিবির সন্দেহে শিক্ষার্থী আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

রাবিতে শিবির সন্দেহে শিক্ষার্থী আটক

শিবির সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে আটক করেছে নগরীর মতিহার থানা পুলিশ।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকার হিলফুল ফুজুল নামে এক মেস থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত নাহিদ বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

রাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লব বলেন, আমার বাসার সামনে সন্দেহমুলক ঘোরাঘুরি করছিল। ওই শিক্ষার্থী শিবির করে এমন তথ্য জানতে পেরে তাকে ধরতে গেলে সে পাশের হিলফুল ফুজুল নামে একটি মেসে ঢুকে পড়ে। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই মেসে তল্লাশি করলে ওই শিক্ষার্থী দুই তলার ছাদ থেকে নিচে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে আহত হন। পরে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

নগরীর মতিহার থানার সেকেন্ড ইন অফিসার সেলিম রেজা বলেন, রাতে তাকে মেস থেকে এক শিক্ষার্থীকে আটক করা হয়। এসময় তার কাছ তেকে শিবিরের স্টিকার পাওয়া গেছে।

বিডি-প্রতিদিন/ ২৬ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর