২৬ অক্টোবর, ২০১৬ ১৮:০৪

সিলেটে শ্রমিক সমাবেশ, গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে শ্রমিক সমাবেশ, গাড়ি ভাঙচুর

সিলেটে টার্মিনাল সংস্কার, পুলিশি হয়রানি বন্ধসহ ৬ দফা দাবিতে সমাবেশ করেছে পরিবহণ শ্রমিকরা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেয়ারও হুমকি দিয়েছেন তারা।
বুধবার দুপুরে নগরীর হুমায়ূন রশীদ চত্বরে জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শ্রমিকরা সমাবেশস্থলে এসে জড়ো হতে থাকেন। এসময় সমাবেশের পাশের সড়ক দিয়ে চলাচলকারী কয়েকটি গাড়িও ভাঙচুর করেন শ্রমিকরা।
সিলেট জেলা পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে ও শ্রমিক নেতা জাকারিয়া আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।
বক্তারা বলেন, পরিবহণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে তারা যান চলাচল বন্ধ করে দেবেন। বিভিন্ন সড়কে পুলিশি হয়রানির বন্ধের দাবি জানিয়ে তারা বলেন, পুলিশের চাঁদাবাজি আর অহেতুক মামলার কারণে তারা বিপর্যস্ত।

বিডি-প্রতিদিন/ ২৬ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর