শিরোনাম
২৬ অক্টোবর, ২০১৬ ১৮:৪৬

ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধির সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধির সাক্ষাৎ

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সিনিয়র প্রতিনিধি হিতোশি আরা আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

হিতোশি আরা জানান, জাপান সরকার উচ্চ শিক্ষা গ্রহণের জন্য প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে জাপানে বৃত্তি প্রদানে আগ্রহী।

জাপানের বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণের পর বৃত্তিকপ্রাপ্ত শিক্ষার্থীদের সেদেশে বিভিন্ন কোম্পানিতে চাকরির সুযোগ দেয়া হবে বলেও জানান তিনি।

উপাচার্য অতিথিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং শিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশের জন্য ধন্যবাদ জানান।

বিডি প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর