২৭ অক্টোবর, ২০১৬ ১৫:২৯

লিপু হত্যার বিচার দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

জাবি প্রতিনিধি:

লিপু হত্যার বিচার দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার ঘটনায় হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিফাত আল সাইফ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, “ঘটনার পর এক সপ্তাহ পার হয়ে গেলেও প্রশাসন এখনও পর্যন্ত হত্যাকারীদের চিহ্নিত করতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের মত পবিত্র স্থানে পড়াশোনা করতে এসে যদি লাশ হয়ে মায়ের বুকে ফিরে যেতে হয় তবে দেশের অন্যান্য স্থান কতটুকু নিরাপদ?”

উল্লেখ্য, গত ২০ অক্টোবর, বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের হলের ড্রেন থেকে লিপুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর চাচা বশির উদ্দিন মতিহার থানায় মামলা করলেও এখনো পর্যন্ত হত্যাকারীদের চিহ্নিত করতে পারেনি প্রশাসন।

 

বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর, ২০১৬/ আফরোজ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর