২৭ অক্টোবর, ২০১৬ ১৭:৫৪

'ফুটপাত দখলমুক্ত করা হবে'

অনলাইন ডেস্ক

'ফুটপাত দখলমুক্ত করা হবে'

ফাইল ছবি

রাজধানীর গুলিস্তানে আন্ডারগ্রাউন্ড মার্কেটের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে আজ দুপুরে ব্যবসায়ীদের সঙ্গে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া লেগে যায়। এক পর্যায় ঘটনাস্থলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন উপস্থিত হয়ে জানান, সড়কের অবৈধ দখল উচ্ছেদে হাইকোর্টের স্পষ্ট নির্দেশনা রয়েছে। আমি মেয়র হিসেবে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করবো, আপনারা কোর্টের নির্দেশ বাস্তবায়ন করুন। দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ফুটপাত দখলমুক্ত করা হবে। 

তিনি বলেন, প্রয়োজনে আমরা সাধারণ জনগণকে সঙ্গে নিয়েই অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করব। আমি ঢাকার মেয়র হিসেবে রাস্তায় যানজটে আটকে পড়ে কোনো গর্ভবতী মাকে মরতে দিতে পারি না। এ সময় উপস্থিত লোকজন স্লোগান দিয়ে মেয়র সাঈদ খোকনকে সমর্থন জানান।

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর