২৭ অক্টোবর, ২০১৬ ১৮:৫৩

জবির ‘ডি’ ইউনিটে আসন প্রতি ৮১ শিক্ষার্থী

জবি প্রতিনিধি:

জবির ‘ডি’ ইউনিটে আসন প্রতি ৮১ শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত) ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় ৮১ জন শিক্ষার্থী। আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রাজধানীর ২২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার ‘ডি’ ইউনিটে ৫৯০টি আসনের (মানবিক-৩৬০, বিজ্ঞান-১৪৪, বাণিজ্য ও অন্যান্য-৮৬) বিপরীতে ৪৮ হাজার ১২ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য আবেদন করেছে। পরীক্ষার হলে কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে নিষেধ করা হয়েছে। ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে।

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর