২৭ অক্টোবর, ২০১৬ ১৯:১৪

ক্যাম্পাসের ব্যতিক্রমী গল্প নিয়ে জাবি শিক্ষার্থীর টেলিছবি

জাবি প্রতিনিধি:

ক্যাম্পাসের ব্যতিক্রমী গল্প নিয়ে জাবি শিক্ষার্থীর টেলিছবি

বন্ধু, আড্ডা, পড়াশুনা অজস্র ভাললাগা আর ভালবাসা এই নিয়েই ক্যাম্পাস জীবন। চিরচেনা এই ক্যাম্পাস জীবনের পরতে পরতে ছড়িয়ে আছে হাজারো চিরচেনা গল্প আর চরিত্র যার মধ্য থেকে চেনা এক গল্পকে নতুনভাবে উপস্থাপন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তরুণ নির্মাতা রিসান আহমেদ। 

প্রথমবারের মতো জাবির দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের তরুণ এই নির্মাতার নিজের লেখা গল্প এবং পরিচালনায় নির্মিত টেলিছবি ‘মনে আছে তো?’ শুভমুক্তি পেতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিহাব শাওন, নাঈম আবির, অনিক দাস, রেফাত হাসান সৈকত, তানজিদা ইয়াসমিন, রাফিউল শাহিদা প্রাপ্তি, অধরা ত্রিপুরা মার্সি এবং নাজিফা আনজুম রিয়া। চলচ্চিত্রগ্রহণে ছিলেন মাজহারুল ইসলাম সৈকত। প্রযোজনা করেছেন মো. আবু হানিফ।

টেলিছবিটি আগামীকাল শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে বিকাল ৩টা, ৫টা এবং সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র বিশ টাকা।

 

বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর, ২০১৬/ আফরোজ 

 

 
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর