২৭ অক্টোবর, ২০১৬ ২০:২৫

বুধবার রাজধানীতে দোকান বন্ধ রাখার ঘোষণা

অনলাইন ডেস্ক

বুধবার রাজধানীতে দোকান বন্ধ রাখার ঘোষণা

আগামী ২ নভেম্বর ব্যবসায়ী ঐক্য ফোরাম রাজধানী ঢাকায় সব ধরনের দোকানপাট সকাল-সন্ধ্যা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হয়রানি বন্ধ ও বর্ধিত প্যাকেজ ভ্যাট প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ব্যবসায়ী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব। 

বর্তমানে দোকান মালিকরা প্যাকেজে ভ্যাট বা বিক্রির ওপর বছরে নির্দিষ্ট অঙ্কের ভ্যাট এনবিআরকে দিয়ে থাকেন। তবে ২০১২ সালের ‘মূসক ও সম্পূরক শুল্ক আইন’- এ তা বদলিয়ে ১৫ শতাংশ হারে ভ্যাট আদায়ের নিয়ম করা হয়। এ বছরের জুলাই থেকে নতুন পদ্ধতিতে ভ্যাট আদায়ের কথা থাকলেও ব্যবসায়ীদের দাবির মুখে অর্থমন্ত্রী তা এক বছর পিছিয়ে দেন। তবে প্যাকেজে ভ্যাটের পরিমাণ বাড়িয়ে দেয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী ঐক্য ফোরামের সভাপতি হাজী আবদুস সালাম, এফবিসিসিআই’র পরিচালক শফিকুল ইসলাম ভরসা, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসানসহ পুরান ঢাকার ব্যবসায়ী নেতারা।

 

বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর, ২০১৬/ আফরোজ 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর