শিরোনাম
২৭ অক্টোবর, ২০১৬ ২৩:১০

'জঙ্গি দমনে পুলিশের সাফল্য প্রশংসনীয়'

অনলাইন ডেস্ক

'জঙ্গি দমনে পুলিশের সাফল্য প্রশংসনীয়'

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশপ্রেম ও দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে সাম্প্রতিক সময়ে জঙ্গি দমনে পুলিশ যে সাফল্য দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আপনাদের এ কৃতিত্বপূর্ণ অবদান শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে।
 
পুলিশ বাহিনীতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনসেবাধর্মী পুলিশি ব্যবস্থা ধরে রাখার জন্য আপনাদেরকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
সন্ত্রাসীর কোন দল নেই উল্লেখ করে তিনি বলেন, অপরাধী যত শক্তিশালী হোক না কেন তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।অপরাধী যে দলেরই হোক তাকে ছাড় দেয়া হবে না।
 
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকল পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর