২৮ অক্টোবর, ২০১৬ ১২:১৭

'বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে'

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

'বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে'

বরিশালে মানবাধিকার কমিশনের আঞ্চলিক সম্মেলনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, ধর্মান্ধতা, জঙ্গিবাদ সৃষ্টি করে মানুষ হত্যা করা হচ্ছে। মসজিদেও হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। এর বিরুদ্ধে কথা বলতে হবে। ধর্মপরায়ন নন এমন ব্যক্তিরাই মানুষকে বিপথগামী করেন। বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে ষড়যন্ত্রকারীরা।

শুক্রবার সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা ও মহানগর কমিশন আয়োজিত আঞ্চলিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সম্মেলনে প্রত্যেকটি বিষয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সু-নির্দিষ্ট বক্তব্য নিয়ে মানুষের পাশে দাঁড়াতে মানবাধিকার কর্মীদের আহ্বান জানান শিল্পমন্ত্রী।

মানবাধিকার কমিশনের বিভাগীয় গভর্নর সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার, জেলা পরিষদ প্রশাসক খান আলতাল হোসেন ভুলু এবং বার কাউন্সিলের ফিন্যান্স কমিটির সভাপতি এসএম রেজাউল করিম।

 

বিডি প্রতিদিন/ ২৮ অক্টোবর, ২০১৬/ফারজানা

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর