২৮ অক্টোবর, ২০১৬ ১৮:৫১

জালিয়াতির অভিযোগে জবিতে আটক ৫

জবি প্রতিনিধি:

জালিয়াতির অভিযোগে জবিতে আটক ৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত) ভর্তি পরীক্ষা চলাকালে জালিয়াতির অভিযোগে ৫ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শুক্রবার বিকেলে ভর্তি পরীক্ষা চলাকালে এ জালিয়াতির ঘটনা ঘটে। আটককৃতদের সুত্রাপুর থানায় মামলা করে হস্তান্তর  করা হয়েছে। 

আটককৃতরা হলেন, মেহেদী হাসান, রাজন খান, রিদয় হাসান, আল মাসুম ও তাহমিনা ইসলাম।

জানা যায়, ভর্তি পরীক্ষা চলাকালে মোবাইলে উত্তরপত্র ও ইলেকট্রিক ডিভাইসহ ৫ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। এদের মাঝে ৪ জন ছেলেকে মোবাইলে উত্তরপত্রের খুদেবার্তাসহ আটক করা হয় এবং একজন মেয়ে পরীক্ষার্থীকে ইলেকট্রিক ডিভাইসসহ আটক করা হয়েছে। 

এবিষয়ে জবির প্রক্টর ড. নূর মোহাম্মাদ বলেন, ৫ জনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত আজ উপস্থিত না থাকায় তাদেরকে সাজা প্রদান না করে সুত্রাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

জবি উপচার্য ড.মীজানুর রহমান বলেন, এই ডিজিটাল বারকোড পদ্বতিতে জালিয়াতি করা কঠিন,তারপরও অতিরিক্ত সতর্কতার জন্য আমরা আগামী বছর থেকে ৩ ঘন্টাব্যাপী লিখিত পরীক্ষার জন্য সিন্ডিকেটে প্রস্তাব রাখব।


বিডি প্রতিদিন/২৮ অক্টোবর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর