৪ নভেম্বর, ২০১৬ ০৯:২৯

রাবি শিক্ষকের আত্মহত্যার ঘটনায় সহকর্মী আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

রাবি শিক্ষকের আত্মহত্যার ঘটনায় সহকর্মী আটক

আকতার জাহান জলি ও তার সুইসাইড নোট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির আত্মহত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় তার এক সহকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর তালাইমারী এলাকায় নর্দান ইউনিভার্সিটির সামনে থেকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে আটক করে।

আটক ওই সহকারী অধ্যাপকের নাম আতিকুর রহমান। মহানগর ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) আল-আমিন তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, ''রাবি শিক্ষক আকতার জাহান জলির আত্মহত্যার ঘটনায় থানায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা হয়। এ মামলায় ‘জিজ্ঞাসাবাদের’ জন্য আতিকুর রহমানকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষেই সিদ্ধান্ত নেওয়া হবে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে কি না।’

গত ৯ সেপ্টেম্বর বিকেলে রাবির জুবেরি ভবনের ৩০৩ নম্বর কক্ষ থেকে শিক্ষক আকতার জাহানের লাশ উদ্ধার করে পুলিশ। আকতার জাহান ওই কক্ষে একাই থাকতেন। তার লাশ উদ্ধারের দিন কক্ষে একটি চিরকুট পাওয়া যায়।

চিরকুটে তিনি ‘আত্মহত্যা’ করলেন বলে জানিয়ে ‘কেউ দায়ী নয়’ বলা হলেও নিজের সন্তানের গলায় ‘ছুরি ধরার’ অভিযোগ আনেন সাবেক স্বামী তানভীর আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষক আকতার জাহানের ছোট ভাই কামরুল হাসান আত্মহত্যার প্ররোচনা অভিযোগ এনে মতিহার থানায় একটি মামলা দায়ের করেন।

বিডি-প্রতিদিন/এস আহমেদ/০৪

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর