শিরোনাম
২ ডিসেম্বর, ২০১৬ ১৩:২৪

মিয়ানমারে হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মিয়ানমারে হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

মিয়ানমারে উগ্রবাদী বৌদ্ধ ও সামরিক বাহিনীর হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর জিরোপয়েন্টে এ সমাবেশ করে তাওহিদী জনতা রাজশাহী জেলা শাখা।
    
সমাবেশে বক্তব্য দেন মুসলিম তাওহীদি জনতা রাজশাহী বিভাগের আহ্বায়ক আবুল কালাম আজাদ। আরও বক্তব্য রাখেন সদস্য সচিব আইয়ুব আলী শেখ, মাওলানা বুরহান উদ্দীন, হাফেজ মাওলানা হাসান মামুন, হাফেজ মাওলানা তালহা প্রমুখ।
    
বক্তারা বলেন, সারা বিশ্বের আনাচে কানাচে মুসলিমরা আজ নির্যাতিত এবং নিপীড়িত হচ্ছেন। জুুলুম ও অন্যায়ের শিকার হচ্ছেন। মা-বোনের ইজ্জত হরণ হচ্ছে।

বক্তারা রহিঙ্গা মুসলিমদের উপর বর্বর নির্যাতন বন্ধের দাবিতে মানবাধিকার সংগঠনসহ বিশ্বের বৃহৎ মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান। একই সাথে বাংলাদেশের সীমান্তকে শিথিল করে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।

বিডি প্রতিদিন/ ০২ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর