২ ডিসেম্বর, ২০১৬ ১৬:০২
পার্বত্য শান্তি চুক্তির ১৯ বছর

বরিশালে আওয়ামী লীগের শান্তি সমাবেশ, আনন্দ র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে আওয়ামী লীগের শান্তি সমাবেশ, আনন্দ র‌্যালি

ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ১৯ বছর পূর্তি উপলক্ষ্যে বরিশালে বর্ণাঢ্য শান্তি সমাবেশ এবং আনন্দ র‌্যালি করেছে আওয়ামী লীগ। শুক্রবার বেলা ১১টায় নগরীর ফজলুল হক এভিনিউ সিটি করপোরেশন মোড়ে মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুছ এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক এমপি আব্দুর রশিদ খান প্রমুখ। 

সমাবেশ শেষে একটি আনন্দ র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের নগর ভবন মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বরিশাল মহানগর ও জেলার ১০উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি সম্পাদিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ওই চুক্তিতে সাক্ষর করেন তৎকালীন জাতীয় সংসদের চিফ হুইপ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। চুক্তি সাক্ষরের পর থেকে প্রতি বছর ব্যাপক আয়োজনে এই দিবসটি পালন করে স্থানীয় আওয়ামী লীগ। 


বিডি প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর