৩ ডিসেম্বর, ২০১৬ ১৯:৪০

'ভিশন-২০২১ বাস্তবায়নে ইউপি চেয়ারম্যানদের সক্রিয় ভূমিকা জরুরি'

অনলাইন ডেস্ক

'ভিশন-২০২১ বাস্তবায়নে ইউপি চেয়ারম্যানদের সক্রিয় ভূমিকা জরুরি'

ফাইল ছবি

ভিশন-২০২১ বাস্তবায়নে সরকারি প্রচেষ্টায় সক্রিয় সহযোগিতা করার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানিয়েছেন
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। আজ জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

রাঙ্গা বলেন, ‘বাংলাদেশকে একটা মধ্যম আয়ের দেশে পরিণত করতে আপনাদের (ইউপি-চেয়ারম্যান) ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) ও প্রত্যাশা ২০২১ ফোরাম যৌথভাবে ‘ভিশন-২০২১ বাস্তবায়নে ইউনিয়ন-ভিত্তিক পরিকল্প জরুরি’ শীর্ষক সেমিনারের আয়োজন করে।

বিইউপিএফ সভাপতি মাহবুবুর রহমান টুটলের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন, প্রত্যাশ্যা-২০২১ ফোরামের সাংগঠনিক সম্পাদক মশুক শাহী ও হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড-এর কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিল্টন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রত্যাশা ২০২১ ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এসএম আজাদ। সেমিনারে শতাধিক চেয়ারম্যান অংশ নেন।

বিডি প্রতিদিন/ ৩ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর