৪ ডিসেম্বর, ২০১৬ ১৪:৪৩

যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে মানববন্ধন

যুদ্ধাপরাধীদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ভূমিহীন অসহায় মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। রবিবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে রাজশাহী মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শাহরিয়ার সুমনের সভাপতিত্বে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীরা সম্পদের পাহাড় গড়েছে, শহীদ পরিবারের সদস্য ও নির্যাতিতরা রিকশা চালায়, মানুষের বাসায় কাজ করে, ভিক্ষা করে- তা হতে পারে না। অবস্থার পরিবর্তন হয়েছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে যুদ্ধাহত অসহায় ভূমিহীন মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যবহার করা হোক। 

এসময় বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম পাপ্পু, জেলা সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাম্যবাদী দলের নগর সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।


বিডি প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর