৪ ডিসেম্বর, ২০১৬ ১৬:১৪

বরিশালে ৪ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল


বরিশালে ৪ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় বরিশাল জেলা পরিষদ নির্বাচনে দুই দিনব্যাপী মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষদিন রবিবার ৪ চেয়ারম্যান প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান। তারা হলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি মো. মইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি খান আলতাফ হোসেন ভুলু এবং জেলা আওয়ামী লীগ সদস্য সদ্য পদত্যাগী বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক।

এর আগে, গত শনিবার প্রথম দিনের বাছাইতে ৪ সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। বাছাইতে বাদ পড়া প্রার্থীরা আগামী বুধবার পর্যন্ত আপিলের সুযোগ পাবেন।

এছাড়া, বাছাইয়ের প্রথম দিন ৬ জন সাধারণ সদস্য এবং সংরক্ষিত আসনের ৩ সদস্য প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

একজন চেয়ারম্যান ছাড়াও ১৫ জন সাধারণ সদস্য এবং ৫ জন সংরক্ষিত সদস্য নির্বাচিত করবেন বরিশাল জেলা ১ হাজার ২শ’ ৪৬ জন জন জনপ্রতিনিধি ভোটার।


বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর