৫ ডিসেম্বর, ২০১৬ ১৫:৫৫

'সংখ্যালঘুদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারকে উদ্যোগী হতে হবে'

অনলাইন ডেস্ক

'সংখ্যালঘুদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারকে উদ্যোগী হতে হবে'

ফাইল ছবি

সংখ্যালঘুদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার ও জনসাধারণের উদ্যোগী হতে হবে। তাদের নিয়ে আরো বেশি গবেষণা করতে হবে। সরকারের বিভিন্ন আমলাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া উচিৎ। রাষ্ট্র সংখ্যালঘুদের অধিকার আদায়ে উদ্যোগী হবে। অন্যথায় সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলে বলেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। আজ জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘পেভিং দ্য ওয়ে টু লিবারেশন’ গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, সংখ্যালঘুদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাদের ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিত করা দরকার। সরকারকে এ বিষয়ে উদ্যোগী হতে হবে। স্বাধীনতার ৪৫ বছর পরও সংবিধানে জিয়াউর রহমান এবং হুসেইন মুহাম্মদ এরশাদের প্রেতাত্মা রয়েছে বলে এখানেও পাকিস্তান আমলের মতোই সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর