৫ ডিসেম্বর, ২০১৬ ১৬:৫৬

চট্টগ্রামে বাধার মুখেও রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে বাধার মুখেও রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর আইস ফ্যাক্টরি রোডে রেলের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযান চালানোর সময় বাধা দেওয়ার চেষ্টা করেছে অবৈধ বসবাসকারীরা। তবে তাদের বাধা উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ। সোমবার সকাল ১০টার দিকে এ অভিযান শুরু হয় বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা জসিম উদ্দিন।

তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান শুরু করতে গেলে অবৈধভাবে বসবাসকারীরা বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু তাদের বাধা উপক্ষো করে উচ্ছেদ করি। মাদক ব্যবসায়ীদের একটি চক্র রেলের জায়গা দখল করে অবৈধভাবে কলোনি গড়ে তুলেছে। সেখানে প্রতিদিন নানা ধরনের অপকর্ম হচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। তাই রেলের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে দুইদিনের কর্মসূচি হাতে নেওয়া হয়। অভিযানে রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনী, রেল পুলিশ ও নগর পুলিশের প্রায় দেড়শ জনের একটি দল উপস্থিত রয়েছে। এর আগে রবিবারও উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর