৫ ডিসেম্বর, ২০১৬ ২০:৫৮

প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা হয়েছিলো কিনা তদন্ত করার দাবি সংসদে

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা হয়েছিলো কিনা তদন্ত করার দাবি সংসদে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার প্রচেষ্টায় বিমানে যান্ত্রিক ত্রুটির নামে নাশকতা চালানোর প্রচেষ্টা হয়েছিল কি না, তা খুঁজে বের করতে একটি সংসদীয় তদন্ত কমিটি গঠনের জন্য স্পিকারের কাছে দাবি জানিয়েছেন বিরোধী দলের এমপিরা।

তারা বলেন, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির পেছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা তা আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে। এই ঘটনার দায় বিমানমন্ত্রীও এড়িয়ে যেতে পারেন না।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজকের অধিবেশনে মাগরিবের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে অনির্ধারিত এ বিতর্কের সূত্রপাত করেন বিরোধী দল জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ। এ বিষয়ে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টিও সৈয়দ আবু হোসেন বাবলা ও বিএনএফের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। চিফ হুইপ আ স ম ফিরোজও বিষয়টি সমর্থন করেন।

বিডি-প্রতিদিন/ ০৫ ডিসেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর