৬ ডিসেম্বর, ২০১৬ ১৬:০০

মুফতি হান্নানের আপিলের রায় বুধবার

অনলাইন ডেস্ক

মুফতি হান্নানের আপিলের রায় বুধবার

ফাইল ছবি

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলা মামলায় হাইকোর্টের মৃত্যুদণ্ড বহালের রায়ের বিরুদ্ধে মুফতি হান্নানের করা আপিল শুনানি শেষ হয়েছে। আগামীকাল বুধবার এ বিষয়ের রায় প্রদান করা হবে।

মঙ্গলবার শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন।

এর আগে, গত ৩০ নভেম্বর এ আপিলের ওপর শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

প্রসঙ্গত, ২০০৪ সালে ২১ মে সিলেটের হজরত শাহজালালের মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা করা হয়। এ হামলায় আনোয়ার চৌধুরী, সিলেট জেলা প্রশাসকসহ প্রায় অর্ধ-শতাধিক ব্যক্তি আহত হন এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন। ওই দিন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করে কোতোয়ালি থানা পুলিশ।

বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর., ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর