৮ ডিসেম্বর, ২০১৬ ১৩:৪৪

যুদ্ধাপরাধ; মৌলভীবাজারের ৫ জনের বিচার শুরু

অনলাইন ডেস্ক

যুদ্ধাপরাধ; মৌলভীবাজারের ৫ জনের বিচার শুরু

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর ফলে এই মামলায় আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক শুরু হলো।

বৃহস্পতিবার চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আগামী বছরের ১৫ জানুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

মামলার ৫ আসামি হলেন শামসুল হোসেন তরফদার, মোবারক মিয়া, নেসার আলী, ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী। এদের মধ্যে ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী ছাড়া বাকিরা পলাতক।

এদিন, ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটরসুলতান মাহমুদ সীমন, রেজিয়া সুলতানা সমন ও আবুল কালাম আজাদ। আসামিপক্ষে ছিলেন গাজী এম এইচ তামিম।
 
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর