৯ ডিসেম্বর, ২০১৬ ০১:০৩

'সালাম' দেয়া নিয়ে চবিতে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৫

অনলাইন ডেস্ক

'সালাম' দেয়া নিয়ে চবিতে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের দু‘গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।  এ ঘটনায় উভয় গ্রুপের পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। জানা গেছে, জুনিয়র কর্মী সিনিয়রকে সালাম না দেয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ এখন পর্যন্ত আহতদের সঠিক নাম পরিচয় জানাতে পারেনি। সংঘর্ষে লিপ্ত হওয়া ছাত্রলীগের এক পক্ষ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও অন্য পক্ষ সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারী।

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোসাদ্দেক হোসাইন বলেন, ‘সালাম দেয়া নিয়ে সিনিয়র ও জুনিয়রের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় পাঁচজন আহত হয়। আমরা বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।'

এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেন, ‘সামান্য ভুল বুঝাবুঝি হয়েছে। বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।’ অপরদিকে সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন বলেন, ‘আমরা কারা এ ঘটনার সাথে জড়িত তা খুঁজার চেষ্টা করছি। দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ 

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত পৌনে ৯টার শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে জুনিয়র কর্মী সিনিয়রকে সালাম না দেয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে শাটল ট্রেনটি রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে এ নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে পুরো বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়লে সভাপতি গ্রুপ ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্টে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় তারা একে অপরকে ইটপাটকেল ছুঁড়ে মারলে উভয় গ্রুপের পাঁচ নেতাকর্মী আহত হন।

শেষ খবর পাওয়া পর্যন্ত সভাপতি গ্রুপ বিশ্ববিদ্যালয়ের শাহ জালাল হলের ভেতর ও সাধারণ সম্পাদক গ্রুপ শাহ আমানত হলের ভেতরে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই হলের মাঝখানে পুলিশ অবস্থান নিয়েছে।


বিডি-প্রতিদিন/৯ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর