৯ ডিসেম্বর, ২০১৬ ১৯:৫৪

'নাসিক নির্বাচনকে ভয়ভীতিমুক্ত রাখতে সেনাবাহিনীর বিকল্প নেই'

অনলাইন ডেস্ক

'নাসিক নির্বাচনকে ভয়ভীতিমুক্ত রাখতে সেনাবাহিনীর বিকল্প নেই'

ফাইল ছবি

বিএনপির সিনিয়ন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‍নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ক্ষমতাসীন দলের নেতাকর্মী, ক্যাডারদের দৌরাত্মের মাত্রা ক্রমাগতভাবে তত বৃদ্ধি পাচ্ছে। এ নির্বাচনকে ভয়ভীতিমুক্ত রাখতে এবং সুষ্ঠু করতে সেনাবাহিনী মোতায়েনের কোনো বিকল্প নেই। আজ সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, নাসিক নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকলেও তারা এক ধরনের ভীতি ও আশঙ্কার দোলাচলে দুলছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে নির্বাচনী মাঠের সমতা আনয়নের জন্য অবিলম্বে নারায়ণগঞ্জ স্থানীয় প্রশাসনে নিরপেক্ষ কর্মকর্তাদের বসিয়ে সবার কাছে গ্রহণযোগ্য, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানাচ্ছি। 

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, কাজী আসাদ, আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর