১০ ডিসেম্বর, ২০১৬ ১৫:৪২

'সংখ্যালঘু সম্প্রদায় আইভীকে ভোট দেবে না'

অনলাইন ডেস্ক

'সংখ্যালঘু সম্প্রদায় আইভীকে ভোট দেবে না'

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায় আইভীকে বিশ্বাস করে না। এ জন্য নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায় তাকে ভোট দেবে না। শুক্রবার সকালে সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন সাখাওয়াত। 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সাখাওয়াত হোসেন খানের মূল প্রতিদ্বন্দ্বী সেলিনা হায়াৎ আইভী। নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন।

বিএনপি নেতাকর্মীরা সকাল ১০টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত ৩ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের সানারপাড়, লন্ডন মার্কেট, নিমাইকাশারী, বাঘমারা, মাদানীনগর, নয়াআটি মুক্তিনগর ও রসুলবাগ এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। সাখাওয়াত হোসেন খান বলেন, আমি জিউস পুকুরপাড়া নন্দীপাড়া এলাকায় গণসংযোগে যাওয়ার পর ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায় অভিযোগ করেছেন, আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী আইভী ও তার লোকজন জিউস পুকুর দখল করেছেন। তারা আমার কাছে মেয়র নির্বাচিত হলে পুকুরটি উদ্ধার করার দাবি জানিয়েছে। 

বিডি প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর