১০ ডিসেম্বর, ২০১৬ ১৭:২৪

'ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জরিপ হাস্যকর'

অনলাইন ডেস্ক

'ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জরিপ হাস্যকর'

ফাইল ছবি

রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) চালানো জরিপকে হাস্যকর এবং ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
 
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘জরিপে বলা হয়েছে, এখন নির্বাচন হলে আওয়ামী লীগ শতকরা ৩৮ ভাগ, বিএনপি শতকরা ৫ ভাগ ভোট পাবে। জরিপটি শুধু হাস্যকরই নয়; এটি সত্যের অপলাপ মাত্র। জরিপকারীরা কীভাবে তথ্য, উপাত্ত, নমুনা সংগ্রহ ও পর্যালোচনা করেছেন, তা গভীর ষড়যন্ত্রেরই অংশ। বাস্তবের সঙ্গে এই জরিপের বিন্দুমাত্র মিল নেই।’
 
তিনি বলেন, দেশে মানবাধিকার আজ ভূলুণ্ঠিত, আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে এবং দেশজুড়ে খুনের উৎসব চলছে। নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও ধর্ষণের পর হত্যা, বন্দুকযুদ্ধ-ক্রসফায়ার-বিচারবহির্ভূত হত্যা তো চলছেই। এমন জুলুমবাজ সরকারের পক্ষে কতটুকু জনমত থাকবে সেটা উপলব্ধি করা খুব কঠিন নয়।
 
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা। এটি গণতন্ত্র, নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণের মতো সরকারি বিভিন্ন প্রকল্প এবং রাষ্ট্রে বহুদলীয় পদ্ধতি ফেরাতে কাজ করে।

বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর