১১ ডিসেম্বর, ২০১৬ ১১:১৫

রাজশাহীতে নাগরিক রক্ষা পরিষদের হরতাল চলছে

অনলাইন ডেস্ক

রাজশাহীতে নাগরিক রক্ষা পরিষদের হরতাল চলছে

রাজশাহী সিটি করপোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিলসহ ৪ দফা দাবিতে নগর রক্ষা পরিষদের ডাকে হরতাল চলছে। চলবে দুপুর ১২টা পর্যন্ত। সকাল থেকেই নগরীর মার্কেট, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বলে জানা গেছে। 

এর আগে শনিবার সকালে হরতালের সমর্থনে নগরীর মোড়ে মোড়ে লিফলেট বিতরণ করেছে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ। হরতাল আহ্বান করার অন্য দাবিগুলো হলো অস্বাভাবিক হারে বর্ধিত ট্রেড লাইসেন্স ফি বাতিল, সাইন বোর্ড ফি প্রত্যাহার এবং সহনীয় পর্যয়ে ভ্যাট আরোপ।


বিডি-প্রতিদিন/ ১১ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর